২–০ তে বাংলাদেশ থেকে সিরিজ জিতে বিশ্বকাপে যাচ্ছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে ধবলধোলাই করল কিউইরা।
বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্য ৯১ বল হাতে রেখে সহজেই টপকে গেছে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল। মিরপুরের বৈরী উইকেট জয় করে ১৫ বছর পর বাংলাদেশ থেকে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে গেল নিউজিল্যান্ড।
শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৭১ রান তুলতেই থামে তাদের রানের চাকা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই কিউই ব্যাটার ফিন অ্যালেন ও উইল ইয়ং। দুজনের অবিচ্ছেদ্য ৪৯ রানের জুটি ভাঙে শরিফুল ইসলামের সুবাদে। ইনিংসের দশম ওভারে তার ব্যাক টু ব্যাক আঘাতে সাজঘরের পথ ধরতে হয় অ্যালেন ও ডিন ফক্সক্রফটকে।
দলীয় ১৩০ রানে নাসুম আহমেদ ইয়ংকে ফেরালেও ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়েই গেছে। শেষ পর্যন্ত আর ম্যাচটি বের করে আনতে পারেনি বাংলাদেশ।
৭ উইকেটের হারের পাশাপাশি ৯ বছর পর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
এসএ/দীপ্ত নিউজ