রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

ইনডেমনিটি আইন প্রণয়নের কালোদিন আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুখ্যাত ইনডেমনিটি আইন প্রণয়নের কালোদিন আজ। জাতির পিতাকে হত্যার বিচার বন্ধে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর এ আইন প্রণয়ন করে খন্দকার মোশতাকের সরকার।

আইন বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর ইতিহাসের লজ্জাজনক এ আইন প্রণয়ন ও বহাল রেখে চরম রাজনৈতিক প্রতিহিংসার প্রমান দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি সরকার।

যার নেতৃত্ব ও সংগ্রামে বাংলাদেশ, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ এই মহানায়ককে পরিবারের অন্যান্য সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫এর ১৫ আগস্ট।

জাতির শ্রেষ্ঠ সন্তানের হত্যার বিচার যাতে না হয়, সে জন্য খন্দকার মোশতাকের সরকার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। ১৯৭৫ এর ২৬ সেপ্টেম্বর এ নিয়ে আইন প্রনয়ন করা হয়। আর ১৯৭৯ সালের ৯ জুলাই, সেনাশাসক জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে কালো আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন।

কোন হত্যাকান্ডের বিচার বন্ধ রাখার জন্য আইন করা, আইন, বিচার ও সভ্যতার ইতিহাসে কলঙ্কনজনক বলে মনে করেন আইনজীবীরা।

কলঙ্কজনক এই আইন থেকে জাতি মুক্ত হয় ১৯৯৬ সালে। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনডেমনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে পাস হয়। আর ২০১০ সালে সংসদে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ জারির দায় জিয়াউর রহমান কোনভাবেই এড়িয়ে যেতে পারেন না।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More