মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনা সদর উপজেলার বলরামপুর বোনজামাইয়ের সঙ্গে প্রতিবেশির বিরোধের বলি হয়েছেন এক রিকশাচালক। দুর্বৃত্তদের হামলা, মারধর, ভাংচুর ও লুটপাটে নিঃস্ব হয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবার। 

ঘটনার দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তারা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমা খাতুন বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে বোনজামাই রিপন হোসেনের সঙ্গে প্রভাবশালী আলাই সরদারের লোকজনদের সঙ্গে বিরোধ চলছে। সেই বিরোধকে কেন্দ্র করে রিপনের বাড়ি দূরে হওয়ায়  ১১ জানুয়ারি আমাদের বাড়িতে হামলা চালায় আলাই, নাজমুল হোসেন, দুলাল সরকার ও তাদের লোকজন। লুট করে নিয়ে যায় নগদ টাকা, ৪টি ছাগল, ঘরের আসবাবপত্র, টিউবয়েল, কাপড়চোপর, সরকারের দেয়া স্লিপের চাউলসহ খাদ্যপণ্য।

তিনি আরও বলেন, ঘটনার পর আমি বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের পর এসআই আরিফ ও এসআই মাসুদ রানা ঘটনা তদন্তে এলাকায় যান। কিন্তু হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের সঙ্গে পুলিশের সখ্যতা দেখা দেয়। ঘটনার একমাস পরেও আমাদের কোন মামলা গ্রহণ করেনি পুলিশ। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে থানার কর্মকর্তার নজরে আসে। পরে ওসি থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করে, এবং আমাদের কিছু আসবাবপত্রও কিনে দেন।

তারা অভিযোগ করে বলেন, মামলা গ্রহণের পর এসআই আরিফ আবারও ঘটনা তদন্ত করে। আসামিদের ধরেও তাদের টাকার বিনিময়ে ছেড়ে দেন তিনি। এখন পর্যন্ত কোন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি।

শামসুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More