নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ঢাকা অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহ আবু মাসরুরসহ ছয় সদস্যকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব–১ ও ডিজিএফআই এর যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসামিদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, উগ্রবাদে সহায়ক পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়রী ও নোট বই জব্দ করা হয়।
উত্তরা, বনানী, বনশ্রী ও যাত্রাবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ঢাকা অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত ১। মেজবাহ উদ্দিন চৌধুরী @আবু মাসরুর (৫০), পিতাঃ মৃত শওকত আলম চৌধুরী, কক্সবাজার ২। শেখ আশিকুর রহমান আবু আফিফা (৪৯), পিতাঃ মৃত শেখ সফিকুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া, ৩। সাদী মোঃ জূলকার নাইন (৩৫), পিতাঃ মৃত জাহিদ হোসেন, ঢাকা, ৪। মোঃ কামরুল হাসান সাব্বির (৪০), পিতাঃ মৃত নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা, ৫। মোঃ মাসুম রানা মাসুম বিল্লাহ (২৬), পিতাঃ মনসুর আলী, ঠাকুরগাঁও, এবং ৬। সাঈদ মোঃ রিজভী (৩৫), পিতাঃ মোঃ জালাল উদ্দিন, চাঁদপুরদেরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। এ ছাড়াও তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য প্রদান করে তাদের আত্মীয়–স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের নিকট থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করত।
এছাড়াও বিভিন্ন সময়ে তারা মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করতো বলে জানা যায়। তারা বিভিন্ন অপব্যাখা ও মিথ্যা তথ্যের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদেরকে উগ্রবাদী করে তুলত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শায়লা/দীপ্ত নিউজ