নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোমেন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ–পরিদর্শক রুহুল আমিন।
এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত (২৭), হৃদয় (২৫) ও সিয়াম (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুলের নেতৃত্বে ১০–১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়ি ভাঙচুর ও ঘরে থাকা ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁও থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ওই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আজ নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ