২৭
আন্দোলনের মুখে নাইজার থেকে সেনা ও রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
স্থানীয় সময় রবিবার ফ্রান্সের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি।
অঞ্চলটিতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে সেনা মোতায়েন করে ফ্রান্স। কিন্তু স্থানীয় অনেকেই সাবেক ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে আসছিল।
এরই পরিপ্রেক্ষিতে ম্যাখোঁ জানান, নাইজারকে আর সামরিক সহায়তা দেয়া হবে না। চলতি বছরের শেষ নাগাদ দেড় হাজার ফরাসি সেনা প্রত্যাহার করা হবে।
এসএ/দীপ্ত নিউজ