শেরপুর নালিতাবাড়ী উপজেলার অধিকাংশ সড়ক পাকা হলেও নয়াবিল ইউনিয়নের একটি সড়কের অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতে পথচারীসহ কোন যানবাহন চলতে পারে না এই সড়ক দিয়ে। চরম ভোগান্তির স্বীকার গ্রামবাসী।
উপজেলার বাঘবেড় বাজার থেকে শুরু হয় একটি পাকা রাস্তা। কিছুদূর যাওয়ার পর খড়িয়া পাড়া মসজিদ থেকে মৌয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সিধুলী–রাতকুচি মসজিদ মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক কাচা। চলাচলের একেবারে অযোগ্য। দীর্ঘদিন ধরে এই সড়কটি বেহাল অবস্থায় রয়েছে।
আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার পথচারী চলে এই সড়ক দিয়ে। কাদায় পরিপূর্ণ এই সড়কটি দিয়ে পথচারীসহ কোনো যানবাহন চলতে পারে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিধুলি, রাতকুচি, মৌয়াকুড়া গ্রামের মানুষেরা বেহাল এই রাস্তার কারণে চরম দুর্ভোগে রয়েছেন।
স্থানীয় ওয়ার্ড আ.লীগ সভাপতি হাসমত আলী, মুনসুর আলী, মোন্নাস ফকির, আঃ বারেক, ইউসুফ আলী সহ অনেকেই জানান, রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহালেও কেউ খোঁজ রাখে না তাদের। মেম্বারের উপায় নেই। আর চেয়ারম্যান রাস্তাটি ভালো করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি কখনো।
দুর্ভোগের কথা স্বীকার করে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি রাস্তাটির কোড নম্বর ফেলেছি। খুব শীঘ্রই টেন্ডার হবে বলে আশা করছি।
মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ