গত মাসে ইন্দোনেশিয়া ফুটবল মাঠে পুলিশের নির্বিচারে ও ব্যাপকভাবে ছোড়া টিয়ার গ্যাসের ফলেই ১৩৫ জন সমর্থক মারা বলে দেশটির মানবাধিকার কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও পুলিশের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডকেই দায়ি করা হয়েছিল।
ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশনের কর্মকর্তারা বুধবার তাদের তদন্তের ফলাফল প্রকাশ করেন।
কমনাস এইচএএম কমিশনার বেকা উলুং হাপসারা এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্টেডিয়ামের ভিতরে আনুমানিক ৪৫ রাউন্ড টিয়ার গ্যাস সেল ছোড়া হয়, যার ফলে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় ও পদপিষ্ট হয়ে শতাধিক মানুষ মারা যায়।
কমনাস এইচএএম-এর চেয়ারপারসন আহমেদ তৌফান দামানিক বলেন, এ ঘটনার “আইনগত দায়বদ্ধতা” থাকা দরকার।
স্থানীয় মিডিয়া সংস্থা টেম্পোর প্রতিবেদনে ঘটনার একই চিত্র তুলে ধরা হয়।
কমিশনাররা এ ঘটনাকে বিশ্বের সবচেয়ে খারাপ স্টেডিয়াম বিপর্যয় বলে উল্লেখ করেন, যাতে মানবাধিকারের বেশ কয়েকটি লঙ্ঘন হয়, যার মধ্যে পুলিশের দ্বারা অত্যধিক বলপ্রয়োগ এবং শিশুদের অধিকার লঙ্ঘন। কারণ মৃতদের মধ্যে ৩৮ জন ছিল নাবালক।
সূত্র: আল জাজিরা