বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশসহ গ্রেপ্তার ৫

দীপ্ত নিউজ ডেস্ক
5 minutes read

আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ২১ লাখ ৫ হাজার টাকা জমা দিতে যান আইডিয়াজ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার মো. আজিম (২১)

এরমধ্যে এক লাখ টাকা আইএফআইসি ব্যাংকে জমা দেন। অবশিষ্ট ২০ লাখ ৫ হাজার টাকা এক্সিম ব্যাংকের পল্টন শাখায় জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই পোশাকধারী কনস্টেবল ব্যাংকে প্রবেশ করেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই পোশাকধারী কনস্টেবল ব্যাংকে প্রবেশ করে ভুক্তভোগীকে জোর করে বাইরে নিয়ে যান। ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি নিয়ে নেন তারা। এরপর ওই কর্মকর্তাকে একটি মোটরসাইকেলে তুলে নেন। শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে মুগদা মেডিকেলের সামনে নামিয়ে দেয়া হয় তাকে।

এ নিয়ে পল্টন থানায় একটি মামলা হয়। (মামলা নং৪৭) পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ২০ লাখ টাকা।

আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন মাহবুব ও আশিক। তারা ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএমপূর্ব) বিভাগে কর্মরত ছিলেন। গ্রেপ্তার অন্য তিনজন হলেন, ব্যাংকের সামনের টং দোকানদার হৃদয়, মোটরসাইকেলের মালিক শাহজাহান এবং রাসেল। এরমধ্যে শাহজাহান টাকা ছিনতাই হওয়া প্রতিষ্ঠান আইডিয়াজ এর কর্মচারী। সে এ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিল।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More