বাংলাদেশ–নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।
বৃহস্পতিবার (২১) সেপ্টেম্বর দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।
খেলা শুরু হয়ে চলে ৪ ওভার ৩ বল পর্যন্ত। কিন্তু এরমধ্যে বৃষ্টি হানা দিলে বন্ধ হয়ে পড়ে ম্যাচ। এর আগে কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড ৯ রান সংগ্রহ করে। এরপর খেলা শুরু হলে আরও দুই দফা বৃষ্টি আসে।
শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
খেলা পরিত্যক্ত হওয়ার আগে পর্যন্ত ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান।
আল / দীপ্ত সংবাদ