জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানের সংস্কারের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক শুরুর আগে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেয়ার ডাক দেন জাতিসংঘ মহাসচিব।
বিতর্কের মূল পর্ব শুরু হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার বক্তব্যের মধ্য দিয়ে। আমাজন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া এককভাবে দায়ী। বিশ্বজুড়ে দেখা দেয়া নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান জানান বাইডেন।
এসএ/দীপ্ত নিউজ