সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

নোয়াখালীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির

টানা দ্বিতীয়বারের মতো ২০২৩ সালেও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চাটখিলে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে নোয়াখালীর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় চাটখিল উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়াকেও সংবর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি ২০২৩ সালে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে পদক তুলে দেওয়া হয়।

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নোয়াখালী জেলার ৯টি উপজেলার চেয়ারম্যানদের মধ্যে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে ২০২২ সালের মতো ২০২৩ সালেও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করা জাহাঙ্গীর কবির ১৯৬৭ সালের ১৩ সেপ্টেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দেশের নামকরা শিল্প প্রতিষ্ঠান একটিভ গ্রুপের কর্ণধার ও সেচ্ছাসেবী সংগঠন একটিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা। তিনি ২০১৪ সাল থেকে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ২০১৩ সাল থেকে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

জাহাঙ্গীর কবির উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান সমস্যাসমূহ সমাধান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উপজেলা ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের সবগুলো পরিদর্শন করে প্রত্যেকটি বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। এছাড়াও ব্যক্তিগত দান ও উপজেলা পরিষদের তহবিলে বিদ্যালয় মেরামত, বেঞ্চ, চেয়ার, টেবিল, খেলনা ও আইসিটি উপকরণ সরবরাহ, বিদ্যালয়কে আকর্ষণীয় করা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করেছেন।

এছাড়াও তিনি তার ব্যক্তিগত অর্থায়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৩ সালে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে আলোচনায় এসেছেন। সে অনুষ্ঠানে তিনি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নবযোগদানকৃত ৩৬ জন শিক্ষককে বরণ করার পাশাপাশি বিগত কয়েক বছরে অবসরে যাওয়া ৫৯ জন প্রাথমিকের শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনার ব্যবস্থা করেন। এছাড়াও উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫৩ জন শিক্ষকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষকদেরকে ব্যক্তিগত উদ্যোগে পুরস্কার প্রদান করে শ্রেণি কার্যক্রমে উৎসাহী করে তোলেন।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ স্বীকৃতি কাজের গতিকে বৃদ্ধি করে। আমি আগামীতে আরো বেশি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।মানসম্মত ও গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র সহযোগী হওয়াই আমার মূল লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।

চাটখিল উপজেলায় বর্তমানে ১১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বছর চার হাজারের মতো শিশু শিক্ষার্থী এই সকল স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি হয় এবং একই সাথে চার হাজারের মতো শিক্ষার্থী প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিক শ্রেণিতে পদার্পন করে।

 

নাসিম শুভ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More