কোটি ভক্তের হৃদয়ে এখনও জীবন্ত চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর এতদিন পরও তরুণদের কাছে তিনি সমান জনপ্রিয়। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫২ বছর।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন সালমান শাহ। স্বল্প সময়ের ক্যারিয়ারে মাত্র ২৭টি সিনেমা উপহার দিয়ে বনে গেছেন চলচ্চিত্রের বরপুত্র।
কারো কাছে তিনি বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, কারো কাছে ক্ষণজন্মা, আবার কারো কাছে কালোত্তীর্ণ নায়ক। তিনি সালমান শাহ।
মৃত্যুর ২৭ বছর অতিক্রম হয়েছে। কিন্তু মেধাদীপ্ত অভিনয় এবং বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে নিজেকে মেলে ধরার কারণে এখনও তিনি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়।
ছকে বাঁধা একঘেয়ে অভিনয়ের সংজ্ঞা বদলে নতুন ইতিহাস লিখে গেছেন সালমান। নিজেকে গড়ে তুলেছিলেন আধুনিক বাংলা চলচ্চিত্রের ফ্যাশন আইকন হিসেবে।
শাহকে চলচ্চিত্রে উপহার দিয়েছেন যে নির্মাতা, তিনিও বিদায় নিয়েছেন সেপ্টেম্বরে। মৃত্যুর কিছুদিন আগে সালমান শাহকে নিয়ে করেছেন স্মৃতি চারণ।
সালমান শাহর চলন, বলন, ফ্যাশন এবং একশনে মুগ্ধ সব বয়সীরা। চলে যাওয়ার দুই যুগের বেশি সময় পরও, নতুন প্রজন্মের কাছে, তিনি অনুপ্রেরণা। তিনি বেঁচে থাকলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও সম্মৃদ্ধ হতো বলে মনে করেন, চলচ্চিত্র বিশ্লেষকরা।
এসএ/দীপ্ত নিউজ