মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি বাজিতপুর ক্যাম্প।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির টহল দল এগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারের বাজার মূল্য ৫০ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম ফোর্স নিয়ে বাজিতপুর–ঝাঝা রোড ব্রীজের পূর্ব পার্শ্বে তুলাবাগানের মধ্যে অবস্থান করে। দুইজন ব্যক্তিকে সীমান্ত সড়কের উপর দাঁড়িয়ে কথা বলতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে।
তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন মোটরসাইকেলযোগে এবং অপরজন ঘাসের মধ্যে একটি ছোট প্যাকেট ফেলে দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি প্যাকেটটি সংগ্রহ করে কার্বন ও স্কচটেপ দিয়ে প্যাচানো ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করে।
এ ব্যাপারে নায়েক সুবেদার শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেন।
এসএ/দিপ্ত নিউজ