বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস বলেছেন, এই সরকার লুটেরা সরকার, এই সরকার ডাকাত সরকার এবং এই সরকার একটি দুর্ভিক্ষের সরকার। আওয়ামিলীগ ক্ষমতায় থাকবে, চুরি করবে, ডাকাতি করবে তাহলে দুর্ভিক্ষ থাকবেনা তাতো হতে পারেনা! তবে দেশে দুর্ভিক্ষ আসার আগেই এদেশের জনগণ এ সরকারের পতন ঘটাবেন।
আজ সকাল ১১টায় টাঙ্গাইল শহরের কাগমারা ঈদগাঁ মাঠে টাঙ্গাইল জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারেনা এবং হতেও দেয়া হবেনা। শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে এর কোন বিকল্প নাই।
আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই আজ টাঙ্গাইল জেলা বিএনপির কমিটির গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে কমিটি গঠন করা হবে। তারেক রহমানের নির্দেশে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে যোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক।
কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার আহবায়ক আহমেদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ।
দুপুর থেকে তিন কমিটি বিশিষ্ট কাউন্সিলের নির্বাচন কমিশনার কর্তৃক সম্মেলনে ২৩টি সাংগঠনিক ইউনিটের ২৩শত ২৩জন কাউন্সিলর তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।
কাউন্সিলে সভাপতি পদে তিনজন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী নাম ঘোষনা করেছেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাবেক সহ সভাপতি আলী ইমাম তপন ও সাবেক যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী তারা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।