ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজনে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই জন ক্রু সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলোস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে যে যাত্রীরা সবাই ব্রাজিলিয়ান,যারা মাছ ধরার জন্য এই অঞ্চলে ভ্রমণ করছিলেন। আমাদের উদ্ধারকারী দল ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পর থেকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সংহতি এবং প্রার্থনা।
বিধ্বস্ত ফ্লাইটি ইএমবি–১১০ একটি টুইন–ইঞ্জিন টার্বোপ্রপ যা ব্রাজিলের ফ্লাইট–নির্মাতা এমব্রেয়ারের নির্মিত। বিমানটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশে প্রায় ৯০ মিনিটের যাত্রায় যাচ্ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টির সময় বিমানটি অবতরণের চেষ্টা করলে, রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়।
এসএ/দীপ্ত নিউজ