‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার‘ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস উৎযাপন উপলক্ষে তিনদিনের কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়। বিকেল থেকে গাইবান্ধা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা পৌরপার্কে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর ইউএনও মাহমুদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহসহ অন্যরা। মেলায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিসিকসহ বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫টি স্টল রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মেলা শেষ হবে।
ভবতোষ রায় মনা/শায়লা/দীপ্ত নিউজ