মেহেরপুর গাংনীতে বিষাক্ত সাপের কামড়ে সালমা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে সাপে দংশন করে।
সালমা গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের রাসেল আহমেদের স্ত্রী ও রামনগর গ্রামের পশ্চিম পাড়ার মিনারুল ইসলাম জিন্নাতের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের পাশে পুঁইশাক তুলতে গেলে তাকে সাপের কামড় দেয়। সালমার চিৎকারে এলাকাবাসী এসে বুঝতে পারে তাকে সাপে কেটেছে।
স্থানীয়রা উদ্ধার করে তাকে ওঁঝার কাছে নিয়ে যায়। এক ঘন্টার চেষ্টা করার পর সালমা অসুস্থ হয়ে পড়লে ওঁঝা জানাই সালমা হার্ট অ্যাটাক করেছে।
পরে তাকে বামন্দী আল শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।
কুষ্টিয়া জেলা হাসপাতালে নেয়ার পথে মিরপুর নামক স্থানে সালমা খাতুনের মৃত্যু হয়।
এসএ/দীপ্ত নিউজ