সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হলেও আলু ও পেঁয়াজের বাজারে এখনও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউ মার্কেট এলাকার দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারিতে দাম বেশি হওয়ায় এখনও আগের বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে আগামী দু‘একদিনের মধ্যে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামেই এসব পণ্য বিক্রির আশা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।
গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ডিম, আলু ও পেঁয়াজের যে দাম নির্ধারণ করে দেয়, তা কতটা কার্য়কর হচ্ছে, জানতে বাজারে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিদপ্তর। কোনো কোনো দোকানে প্রতিদিনের মূল্য তালিকা না থাকা, কোথাও পণ্যের উচ্চমূল্য আবার কোথাও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান বলেন, পাইকারী বাজারেও নজরদারি অব্যাহত আছে।
আয় না বাড়লেও, বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। বাজারে মাছ ও মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে বেধে দেয়া দামে ডিম কিনতে পেরে কিছুটা স্বস্তি ক্রেতাদের।
এসএ/দীপ্ত নিউজ