নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বশীল মুনতাসীর বিল্লাহসহ ৪ সদস্যকে ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে র্যাব রংপুরের সদর দফতরে আয়োজিত প্রেসি ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলম মঈন।
র্যাব জানায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে গত ১৪ সেটেম্বর রাতে ঠাকুরগাও জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে দিনাজপুর সদর ও বিরল থানা এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের সদর ও বিরল থেকে উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্ব প্রাপ্ত মুনতাসীর বিল্লাহ, আব্দুল মালেক ও সাব্বির হোসেনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিভিন্ন দাওয়াতি বই, ৪টি মোবাইলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য। আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে তারা আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনটি উত্তরাঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করার চেস্টা করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
জঙ্গি নেতা মুনতাসীর বিল্লাহ এর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ নামে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তারা জঙ্গি সংগঠনে সদস্য সংগ্রহ করা সহ জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলো।
সংবাদ সম্মেলনে র্যাবের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ