‘টুগেদার ফর বাংলাদেশ’ সম্মিলিতভাবে স্ট্যান্ড আপ ঢাকা এবং ১১ জন সঙ্গীত শিল্পীর সাথে অনুষ্ঠানটি আয়োজন করে। রায়হান শুভ্র, রোমেল অ্যান্ড ফ্রেন্ডস, কাকতাল এবং আয়নুস মহল্লা এই চার শিল্পী তাদের সুরের মূর্ছণায় গোটা অনুষ্ঠানটি মনোমুগ্ধকর করে রেখে ছিলেন।
টুগেদার ফর বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও টিম লিডার এস এম নাজমুস সাকিব বলেন, ‘কার্নিভাল অফ হোপ অন্য কনসার্ট বা বিনোদন ইভেন্টের চেয়েও বেশি কিছু। সেইসব ছোট বাচ্চাদের যাদের অন্যদের তুলনায় একটু বেশি সাহায্য এবং সমর্থন প্রয়োজন তাদের মধ্যে হাসি এবং আশা নিয়ে আসার জন্য এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। আমরা সবাই জানি, আশাই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘যে আগত সকল শিল্পীরা তাঁদের অনুষ্ঠান হতে অর্জিত সকল অর্থ পথশিশুদের কল্যাণে দান করেছেন। তাঁরা আশা করেন তাঁদের এই প্রয়াস দেশ এবং দেশের জনগণের স্বার্থে তরুণদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।’
‘টুগেদার ফর বাংলাদেশে’ ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের প্রধান উদ্দেশ্য হল সারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা। সংগঠনটি একদল তরুণদের নিয়ে মহৎ উদ্দেশ্যে গঠিত। তারা এর আগে করোনা-পরবর্তী সহায়তার জন্য ত্রাণ ব্যবস্থা এবং সিলেট বন্যা ট্র্যাজেডির মতো অন্যান্য সামাজিক প্রচারণা ও কর্মসূচির আয়োজন করেছে।