সরকারের বেধে দেয়া আলু ও পেঁয়াজের দাম মানছেন না বিক্রেতারা। তাদের অজুহাত, এসব খাদ্যপণ্য আগেই বেশি দামে কেনা থাকায়, এখনই সরকারি দাম বাস্তবায়ন করা যাচ্ছে না।
এমন অবস্থায় ভোক্তা অধিদপ্তরের দল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজার পর্যবেক্ষণে আসলে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অনেক আলু ও পেঁয়াজ বিক্রেতা।
পেঁয়াজের ঝাঁঝে সাধারণ ক্রেতার যখন নাভিশ্বাস অবস্থা, তখন বাণিজ্য মন্ত্রণালয় আলু খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ এবং দেশী পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ হয়। কিন্তু কে শোনে কার কথা! সম্প্রতি এই আলুও খুচড়া পর্যায়ে দামের হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে।
বেধে দেয়া দাম না মানার কারণ হিসেবে আছে, বিক্রেতারা গতানুগতিক অজুহাত।
বাজারের যখন এই চিত্র, তখন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানালেন, তারা শক্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন।
তবে ঢাকার বাজারে প্রতিটি ডিম বেধে দেয়া ১২ টাকা দরেই বিক্রি হতে দেখা গেছে।
এসএ/দীপ্ত নিউজ