৬
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৬৫ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। টাঙ্গাইল সদরে একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে দুই হাজার ৪৬০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ২৪৮ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ৬৫ জন রোগী। জেলায় ডেঙ্গু জ্বরে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
সুমন খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ