বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ফেনী শাখার সভাপতি শুকদেব নাথ বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিলেও আজ অব্দি হিন্দু সম্প্রদায়ের দাবী বাস্তবায়ন করেনি। এ সংসদ শেষ হওয়ার আগে যদি দাবী পূরণ করা না হয় আমরা মনে করব আমাদের সাথে প্রতারণা হয়েছে।

বৃহস্প্রতিবার (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি

শুকদেব আরো বলেন,বারবার আমাদের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা না নেয়া দুঃখজনক। দাবী না মানলে আগামীতে অনশন করার ঘোষণা দেন তিনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মোট ভোটারের ৮% ভোট হিন্দু সম্প্রদায়ের। সর্বশেষ সংসদ অধিবেশনে আমাদের দাবির বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে আমরা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করব কিনা সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি হীরা লাল চক্রবর্তী বলেন, বর্তমান সরকার দেশের অনেকগুলো ইস্তিহার বাস্তবায়ন করলেও হিন্দু সম্প্রদায়ের জন্য যে ইস্তিহার ঘোষণা করেছিলেন সেগুলো বাস্তবায়ন হয়নি। সংখ্যালঘুদের উপর নানা সময়ে হামলা হয়েছে। মন্দির, শশ্মান দখল হয়ে যাচ্ছে কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে পরিচালনার জন্য অনতিবিলম্বে দাবী বাস্তবায়ন করার আহবান জানান তিনি।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অনিল বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি হীরালাল চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, বর্তমান সহসভাপতি নেপাল চন্দ্র শীল, শান্তি রঞ্জন চৌধুরী, পৌর সভাপতি সমর দেবনাথ প্রমুখ

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More