মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

দিনাজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

দিনাজপুরে আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি ছিলেন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি রংপুরে বিভাগীয় রোডমার্চ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। রোডমার্চে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের প্রতিটি ইউনিটকে পরামর্শ দেন।

এতে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু, আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আযম সোহেল, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মজুমদার, মোঃ আব্দুস সালাম, মোস্তফা চৌধুরী, মোঃ সুমন ডলার প্রমূখ।

প্রস্তুতি সভায় জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মকসেদুল ইসলাম বাবু, মোঃ রাজু মুন্সি, সন্তোষ ভৌমিক, দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান ভুট্টো, সদস্য সচিব মোঃ আনোয়ার সাদাত সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব মোঃ ফরহাদ রহমান প্লাবনসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সেচ্ছাসেবক দলের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর বিভাগীয় রোডমার্চ রংপুর থেকে শুরু হয়ে সৈয়দপুর, রাণীরবন্দর,দশমাইল হয়ে দিনাজপুর গোরশহীদ বড়ময়দানে এসে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More