এআই–এর সাহায্যে এবার পরিস্কার ইংরেজিতে কথা বললেন লিওনেল মেসি।
তার নিজ জন্মস্থান রোজারিওতে ইংরেজিতে সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর্জেন্টিনার এআই বিশেষজ্ঞ জাভি ফার্নান্দেজ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সংবাদ সম্মেলনটি তৈরি করেছেন।
এআই হলো, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। যা ব্যবহার করে ঝরঝরে ইংরেজিতে কথা বললেন লিওনেল মেসি। প্রযুক্তি ব্যবহার করেই এটি সম্ভব করেছেন মেসি।
এআই জেনারেটেড ওই সংবাদ সম্মেলনে বলা ইংরেজি কথাগুলো শুনলে মনে হবে যেন হুবহু মেসিই কথা বলছেন।
যুক্তরাষ্ট্রে এক বছর বসবাস করার পর মেসি যে ইংরেজি শিখবেন, সেটা রোজারিওর স্থানীয় উচ্চারণে যেমনটা হতে পারে, তেমনেই শোনা গেছে এআই জেনারেটেড সংবাদ সম্মেলনে।
এসএ/দীপ্ত নিউজ