টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এনজিও কর্মী ও এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধনবাড়ি উপজেলার দড়িরামপুর এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়।
নিহতরা হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা থানার মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকায় কর্মরত ছিলেন।
ধনবাড়ী থানার ওসি ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে সেটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তারা দুজনেই প্রশিকা এনজিওতে চাকরি করতেন।
এদিকে টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সে পাশের সখিপুর উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে । বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মুনিয়া মুক্তি টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে ক্যামেস্টি বিষয়ে অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। সে বাড়ি থেকে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় হলে যাওয়ার পথে বাসুলিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে আনুমানিক রাত ১০টার সময় মির্জাপুরের গোড়াই নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
সুমন খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ