এশিয়া কাপের সুপার ফোরে আগামী শুক্রবার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে হবে টাইগারদের।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক। পরিবারের সঙ্গে থাকার জন্য তার ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত সোমবার মুশি ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। বিশেষ এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে ঢাকায় ফেরেন মুশফিক। ভারত ম্যাচের আগে তার দলে যোগ দেওয়ার কথা ছিল।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিকের স্ত্রী পুরোপুরি সেরে উঠেনি এবং এই মুহূর্তে স্ত্রী ও সন্তানদের পাশে তার থাকা প্রয়োজন। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’
মোরশেদ আলম/দীপ্ত নিউজ