সাতক্ষীরা বারোয়ারিতলা মঙ্গলচন্ডি পূজা মন্দিরের বারান্দায় রাখা পাটকাটি থেকে আগুনে পুড়ে গেছে চাল।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগরদাড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পূর্ব আগরদাড়ি গ্রামের নাছিমা খাতুন জানান, গ্রামের সুব্রত চক্রবর্তী, আব্দুল গফুর ও মাগফুর রহমান মাঠে পাটকাটি শুকিয়ে মঙ্গলচন্ডি পূজা মন্দিরের বারান্দায় রাখেন। রাতে হঠাৎ তিনি মন্দিরের বারান্দায় আগুন জ্বলতে দেখেন ও একইসাথে ১০ থেকে ১২ বছরের দুই যুবককে দক্ষিণ দিকে ছুঁটে যেতে দেখেন।
তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন ছুঁটে এসে মহিউদ্দিনের বাড়ির মোটর থেকে পাইপ লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিভে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুঁটে আসেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কুমার ভট্টাচার্য জানান, শতাধিক বছরের পুরাতন এই মন্দির। ইন্দিরা, রামনগর ও বাঁশঘাটাসহ কয়েকটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতি বছরের আষাঢ় মাসের মঙ্গলবার, বুধবার ও বৃহষ্পতিবার পুজায় অংশ নিয়ে থাকেন। পূজা উপলক্ষে এখানে মেলা বসে। প্রাথািমকভাবে মনে হয়েছে পাটকাটিতে আগুন লাগার ফলে মন্দিরের চাল পুড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালের আংশিক আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিটির সদস্যদের সাথে আলাপ করেই থানায় অভিযোগ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএ/দীপ্ত নিউজ