ডোপিংয়ের অপরাধে সাময়িক নিষিদ্ধ হলেন য়্যুভেন্টাস মিডফিল্ডার পল পগবা।
সোমবার (১১ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছে ইতালির জাতীয় অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল।
গত ২০ আগস্ট সিরি আ–তে উদিনেসের বিপক্ষে ৩–০ গোলে জয় পায় য়্যুভেন্টাস। যদিও সেই ম্যাচে মাঠে নামেননি পগবা। ম্যাচ শেষে ডোপ টেস্ট করানো হয় পগবার। ফলাফলে এই মিডফিল্ডারের শরীরে টেস্টোস্টেরন সনাক্ত হয়।
ডোপিং বিরোধী ট্রাইব্যুনালের দেওয়া ফলাফলের প্রেক্ষিতে পাল্টা ব্যাখ্যা দেওয়ার জন্য তিন দিন সময় পেয়েছেন পগবা।
তাকে এখন আরেকটি টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। সেখানেও দোষী সাব্যস্ত হলে দুই থেকে চার বছর নিষিদ্ধ হতে পারেন ফরাসি এই মিডফিল্ডার।
এসএ/দীপ্ত নিউজ