ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলপাইয়ের উৎপাদন কমে যাওয়ায়, তেলের দাম বেড়েছ।
স্পেনে প্রতি মেট্রিক টন অলিভওয়েল বিক্রি হচ্ছে ৮ হাজার ৯০০ ডলারে। এর প্রভাব পড়ছে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে।
গত দুই বছর ধরে তীব্র তাপপ্রবাহ ও খরার কবলে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এর প্রভাব পড়েছ জলপাই উৎপাদনে। বিশ্বের শতকরা ৪৫ ভাগ জলপাই হয় স্পেনে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে, স্পেনে বছরে ১০ লাখ মেট্রিক টনের বেশি অলিভ অয়েল উৎপাদন হয়। ২০২২ সালে তা অর্ধেকে নেমে এসেছে।
স্থানীয়রা বলছে, আগে যা পাঁচ ইউরো ছিল, এখন তা নয় ইউরো। যেটি খুবই ব্যয়বহুল এবং অনেকের হাতের নাগালের বাইরে চলে গেছে
সম্প্রতি প্রতি মেট্রিক টন অলিভ অয়েলের দাম উঠেছে ৮ হাজার ৯০০ ডলার পর্যন্ত, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ।
এসএ/দীপ্ত নিউজ