শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি আগুনে পুড়িয়ে মানুষ মারে: স্বরাষ্ট্রমন্ত্রী

7 minutes read

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩১৪ সালে আন্দোলনের নামে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। এমনকি জীবজন্তুকেও তারা ছাড় দেয়ণী। বিএনপিজামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ হাসপাতাল তৈরী করে মানুষের সশ্রুশা করেছেন। বিএনপিজামায়াতের বৈশিষ্টই মানুষ হত্যা করা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বের) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপিজামায়াতের জন্য আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করা নতুন কিছু নয়। এরা এর আগেও সারা দেশে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস কায়েম করেছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারো আগের রূপে তারা ফিরতে চাচ্ছে। তবে যারা এই অপকর্মগুলো করছেন তাদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। যে কোন ধরনের অশুভ শক্তিকে মোকাবেল করতে ও সব ধরনের নাশকতা রোধে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

মাদকের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে মাদক তৈরী হয় না। পাশ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে মাদক আমাদের দেশে ঢুকছে। যদিও বর্ডার গার্ড ও কোস্ট গার্ড অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে, তারপরেও মাদক আসছে। মিয়ানমার থেকে ইয়াবা এবং ভারত থেকে ফেন্সিডিল আসছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তবে মিয়ানমারের সাথে কথা বলেও কোন সুফল মিলছে না। তবে আমরা আমাদের কোস্ট গার্ড ও বর্ডার গার্ডকে আরো শক্তিশালী করছি। ইতোমদ্যে বিজিবিকে শক্তিশালী করতে তাদের হেলিকপ্টার কিনে দিয়েছি। নতুন প্রজন্মকে যদি মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারি, তবে আমরা আমাদের লক্ষে পৌছাতে পারবো না। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

মাদক নির্মূলে বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে জানিয়েছে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা বিজিবি ও কোষ্টগার্ডকে আরও শক্তশালী করছি। নতুন প্রজন্মকে ধরে রাখতে হলে, মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সমাজের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলকে মাদকের কুফল সর্ম্পকে জানাতে হবে, সচেতন করতে হবে। সরকার মাদকের ব্যাপরে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ঢাকা রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম ও জেলা প্রশাসক মাহামুদুল হক নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More