ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ তৈরি কারখানায় নতুন ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এ্যাকমি ল্যাবরেটরিজ নামে ওষুধ কারখানার অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ইজাতপুর নারিকেলতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোমিন (৩৫) ও একই এলাকার তওলাশের ছেলে সালাম (৩৮)।
তারা ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ধামরাই মডেল থানার এসআই রবিউল ইসলাম জানান, ওষুধ তৈরির কারখানার অভ্যন্তরে নতুন ভবনের পাইলিংয়ের কাজ করছিলো কয়েকজন শ্রমিক। এসময় মাটির নিচে থাকা বিদ্যুত সঞ্চালন লাইনের তারে মোমিন ও সালাম নামে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ দুটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার কাজ চলছে। এঘটনায় আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।
এ্যাকমি ল্যাবরেটরিজ কারখানায় যোগাযোগের চেষ্টা করলে মুল ফটকের দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা রফিক বলেন, আমি গতরাতে ডিউটিতে ছিলামনা, স্যাররা এখন ব্যস্ত আছেন তারা কথা বলতে পারবেন না।
এসএ/দীপ্ত নিউজ