এশিয়া কাপ শেষ হয়ে গেল ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা শান্ত হ্যামস্ট্রিংইয়ের চোট নিয়ে ফিরবেন দেশে। দেশে ফিরে শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া।
রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁহাতে হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন। পরের দিন সোমবার এমআরআই করা হলে জানান যায় খেলার পরিস্থিতিতে নেই শান্ত।
এ নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, “খেলোয়াড় ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানিয়েছিলেন। ফিল্ডিংও করতে পারেননি। বাঁহাতের পেশীর অবস্থা জানার জন্য এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসাবে শান্ত টুর্নামেন্টের বাকি অংশ আর খেলবে না। পুনর্বাসন শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরবে।”
শান্তর জায়গায় দলে কাকে যুক্ত করার হবে এ নিয়ে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে রোববার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। অনেকটা অনুমেয় করা যায়, শান্তর জায়গায় লিটনকে দলে নেয়ার বিষয়টি।
সম্ভাব্য সূচি অনুযায়ী আগামীকাল বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৯ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ