এশিয়া কাপ ক্রিকেটে বাঁচামরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ম্যাচটির জন্য দেশটির মাটিতে সাড়ে তিন বছর পরে পা রাখল টাইগাররা
মাত্র এক ম্যাচ খেলার পরই এশিয়া কাপের ১৬তম আসর থেকে বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশ। তবে প্রতিপক্ষ আফগানরা এখনো আসর শুরু না করায়, বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
টাইগার দলে ব্যাটিং লাইনআপে ঘাটতি আছে। তবে প্রথম ম্যাচে দুই আনকোড়া ওপেনার নামানোয় সমালোচনার মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচের ওপেনিংয়ে দুই বাঁহাতি ওপেনারের একজনের সাথে এনামুল বিজয়কে দেখা যেতে পারে। এচাড়া নাজমুল হোসেন শান্তকে এক ধাপ এগিয়ে আনা হতে পারে।
রশিদ খান, মোহাম্মদ নবী আর মুজিবুর রহমানকে নিয়ে বিশ্বের সেরা স্পিন আক্রমণ আফগানদের। সুপার ফোর নিশ্চিত করতে প্রথম ধাপেই বাংলাদেশের বিদায় নিশ্চিত করার লক্ষ্য তাদের। গেলো জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোয়, তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
ওয়ানডেতে দু‘দলের ১৪ বারের দেখায় বাংলাদেশের আট জয়ের বিপরীতে আফগানদের জয় ছয় ম্যাচে। আর তাতেই বেশ ক‘বছর ধরেই বাংলাদেশ–আফগানিস্তান লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।
এসএ/দীপ্ত নিউজ