শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

কুড়িগ্রামে উজানে ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করেছে।

তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপদসীমার সামান্য নীচে থাকায় ব্রহ্মপুত্র অববাহিকার চর দ্বীপচর ও নীচু এলাকাগুলোর ঘরবাড়ী ও উঠানে এখনও পানি জমে আছে। এছাড়া এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে জেলার প্রায় সাড়ে সাড়ে ৫ হাজার হেক্টর জমির রোপা আমন নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫শ হেক্টর জমির বিভিন্ন প্রকার সবজি ক্ষেতও তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে তবে ব্রহ্মপুত্র নদের ভাটিতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি নেমে যেতে কিছুটা সময় লাগতে পারে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More