রাজধানীতে এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমলেও, বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ ও মাছ।
রাজধানীর কারওয়ান বাজারের এ সপ্তাহে প্রায় সব সবজির দাম কমেছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা। বেগুন, করলা, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে, ৫০ থেকে ১২০ টাকার মধ্যে।
তবে ঝাঁজ কমেনি পেঁয়াজের। মানভেদে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৬০ টাকায় মিলছে পাইকারি বাজারে। আলুর দামও বাড়তি।
চড়া মাছের বাজারও। ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ১৭শ টাকায়। রুই, কাতলের দামও বেড়েছে কেজিতে অন্তত ৫০ টাকা। তবে অপরিবর্তিত আছে চালের দাম।
সরবরাহ কম থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ক্রেতাদের।
এসএ/দীপ্ত নিউজ