কুষ্টিয়া র্যাব–১২ এবং র্যাব–৪ সাভার ক্যাম্পের যৌথ অভিযান চালিয়ে কুষ্টিয়ার এক হত্যা মামলার পলাতক আসামি আলিমান শেখ আলিম (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার কাঁঠাল বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ আলিম কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনীপাড়ার ছলেমান শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব–১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এ এসপি মো. গোলাম ফারুক।
র্যাব জানায়, গত ১৬ আগস্ট বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামে সাহেব আলীর স্ত্রী চম্পা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আলিমান শেখ আলিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলিমান শেখ ও তার পিতা ছোলেমান শেখ প্রতিপক্ষ সাহেব আলী (৫০) কে মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর–১৮। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব–১২ কুষ্টিয়া ক্যাম্প এবং র্যাব–৪ সাভার ক্যাম্পের যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থেকে হত্যা মামলার পলাতক আসামি আলিমান শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
কুষ্টিয়া র্যাব–১২ ক্যাম্পর কমান্ডার মো. গোলাম ফারুক বলেন, এ হত্যা মামলার পর থেকেই আমরা আসামিদের প্রতি নজরদারি রেখেছি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্সের উইং এর সহায়তায় হত্যা মামলার পলাতক আসামি আলিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
দেবেশ চন্দ্র মজুমদার/শায়লা/দীপ্ত নিউজ