পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামে অতি বর্ষনের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ জনগণকে নগদ অর্থ ও জরুরি উপকরণ প্রদান করছে কারিতাস বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারকে জরুরী প্রয়োজন যেমন খাদ্য ও পানীয়, পোশাক, আশ্রয়ের উপকরণ, জ্বালানী, রান্নার পাত্র, ওষুধের পাশাপাশি প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিবারভিত্তিক ৫,৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জনাব বীর বাহাদুর উশৈসিং।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসিত। কারিতাস প্রতিটি দুর্যোগে বান্দরবানবাসীর পাশে দাঁড়িয়েছে বহু বছর ধরে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা।
বান্দরবান সদর ইপি চেয়ারম্যান অংচহ্লা মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুন রতন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলার সেক্রেটারি অমল কান্তি দাশ, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিং প্রমুখ।
কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যেমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস্ এবং জার্সি সরকার এবং সিআরএস–এর আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩,৭৫০ পরিবারকে সহায়তা প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে।
স্থানীয় সংস্থা হিসেবে এতে বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে বান্দরবানে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও রাঙ্গামাটিতে আশিকা।
এসএ/দীপ্ত নিউজ