রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের নিয়ে প্রতিবেদন করায় নাগরিক টিভির নারী সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মঙ্গলবার (২৯ আগস্ট) হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিটি করেন বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার ফারাহ্ বিলকিস।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৩ ও ২৪ আগস্ট রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের নিয়ে প্রতিবেদন প্রচারের পর তারা অব্যাহত প্রাণনাশের হুমকি দেয়। এর আগে প্রতিবেদনটি করার সময় রাজারবাগ পীরের অনুসারীরা তাদের ফুটেজ নিতে বাধা দেয় এবং সম্প্রচার যেন না হয় সেজন্য তদবির করে। তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হলেই তারা মামলা করে ও নানাভাবে হয়রানি করতে পারে বলে আতঙ্ক বোধ করছেন তিনি। এ ছাড়া প্রতিবেদনটি প্রকাশের পরপরই তার ফেসবুক হ্যাক হয়।
এদিকে সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ