বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার সিন্ডিকেট বলে কিছু নেই। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো, এ ধরনের কোন কথা বলিনি। বলেছি হঠাৎ করে জেল–জুলুম দিলে পরে মানুষের দুর্ভোগ বাড়বে।
বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস–বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষ সাংবাদিকের এসব কথা বলেন তিনি।
গত পহেলা জুলাই খুলনায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। তবে তিনি সেই সুর পালটে এখন বলছেন, বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই। পণ্যের ঘাটতি তৈরি হলে কিছু ব্যবসায়ী সুযোগ নেয়।
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের সংবাদ সম্মেলনে যুগান্তরের সম্পাদক সাইফুল আলম সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করে বলেন, অনেক পণ্যের ব্যাপারে সিন্ডিকেট করে বাংলাদেশে ব্যবসা করে মানুষের পকেট থেকে অনেক টাকা নেওয়া হচ্ছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন। প্রধানমন্ত্রী জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না বলে বাণিজ্যমন্ত্রীও বলেছেন।
বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয় ব্যর্থ নয় দাবি করে টিপু মুনশি বলেন, একদিনে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে এ বিষয়ে মন্ত্রণালয় আন্তরিক। ভোগ্যপণ্যের দাম মানুষের নাগালে আনতে কাজ চলছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সময় লাগছে বলেও দাবি করেন তিনি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ