কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতা–কর্মীরা।
বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা পরিষদের হলরুমে পার্টির বর্ধিত সভা বর্জন করে রংপুর–কুড়িগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
তাদের দাবী, কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদকে আহবায়ক কমিটির গুরুত্বপুর্ন পদে না রেখে পকেট কমিটি তৈরী করা হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারন হয়ে দাঁড়াবে এটি। জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ধিত সভা বর্জন করে এ বিক্ষোভ সমাবেশ করে পদবঞ্চিতরা।
পরে দুপুর ১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
অন্যদিকে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সদস্য সচিব মেজর ছালাম বলেন, এমপি পনির উদ্দিন আহমেদ এই আহবায়ক কমিটির সদস্য, তাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি সেটি বর্জন করে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটান।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ