শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

এগিয়ে চলছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনের কাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে রেলপথ। কক্সবাজার সদরে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মানের আইকনিক রেলস্টেশন। আর সেই কর্মযজ্ঞ চলছে দিনরাত। দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন এটি। ২৯ একর জমির ওপর গড়ে ওঠা রেলস্টেশন ভবনটি ১ লাখ ৮৭ হাজার ৩৭ বর্গফুটের। আশা করা যায়, ২০২৩ সালের মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজারে আসবে স্বপ্নের রেল। আইকনিক রেলস্টেশন তৈরিতে কাজ করছে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের একমাত্র অত্যাধুনিক আইকনিক রেলস্টেশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

প্রকল্প সূত্র জানায়, ঝিনুকাকৃতির আইকনিক ভবন ঘিরে মানুষের রয়েছে বিপুল আগ্রহ। ১০০ কিলোমিটারের নির্মাণাধীন রেলপথের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কক্সবাজার আইকনিক রেলস্টেশন। যেখানে থাকছে তারকামানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, শিশুযত্নকেন্দ্র, লকার বা লাগেজ রাখার স্থান। ঢাকাচট্টগ্রাম থেকে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজারে নেমে পর্যটকেরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে সারা দিন সমুদ্রসৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন নিজ গন্তব্যে। ছয়তলা আইকনিক স্টেশন ভবনের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। প্ল্যাটফর্ম ও পদচারীসেতুর কাজও শেষ পর্যায়ে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে আইকনিক রেলস্টেশনের নির্মাণকাজ শেষ হয়, সে লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। স্টেশন ভবনের পশ্চিম পাশে একসঙ্গে চলছে পাঁচতলা ২০টি ভবনের নির্মাণকাজ।

আইকনিক রেল স্টেশনের পাশাপাশি কক্সবাজার রেল লাইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে সাম্প্রতিক বন্যায় তাঁদের নির্মান কাজ ক্ষতিগ্রস্ত হয়নি, অবিরাম বৃষ্টির কারণে শুধু কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে। রেল লাইনের কাজ যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার নির্মাণকাজের দায়িত্বে আছে অন্য প্রতিষ্ঠান।

ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এর জি এম ও প্রকল্প ব্যবস্থাপক মো. আহমেদ সূফী বলেন, “ছয়তলা রেলস্টেশনের মূল ভবনটির কাজ শেষ। ভবনের চারদিকের গ্লাস ফিটিংস, ছাদের ওপর স্টিলের ক্যানোপির কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি ভবনের দরোজা, ফিটিংস, টাইলস, স্যানিটারি, বিদ্যুতের লাইন ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। উদ্বোধনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যে লক্ষ্যমাত্রা দিয়েছে তা আমরা নির্দিষ্ট সময়েই সম্পূর্ণ করতে পারব। নির্মাণ কাজের মান ঠিক রেখেই আমরা সব কাজ করেছি। দেশি প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের জন্য গর্বের।”

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সম্প্রতি চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। তিনি কাজের সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

রেলমন্ত্রী বাসস কে বলেন, ‘সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক হিসেবে রেলকে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে দোহাজারী থেকে কক্সবাজারে সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে।’ ‘আমাদের সকলের জন্য গর্বের একটা বিষয় কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিং। এরকম অনন্য স্থাপনা অন্য কোথাও নেই।’ তিনি বলেন, ‘কক্সবাজারে ট্রেনে করে আসার জন্য সারাদেশের মানুষ ভীষণ আগ্রহী হয়ে আছে। আগামী আগস্টের মধ্যে কাজ সম্পন্ন করে সেপ্টেম্বরে উদ্বোধনের জন্য সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে।’

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More