৪২
কোন ভাবেই নিয়ন্ত্রনে আসছেনা পিরোজপুরের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নতুন করে আরও ৬২ জন রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে জেলা হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে মোট ১২৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৫৪ জন।
গত ৬ মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২০৮১ জন। আর এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
জেলার সবচেয়ে বেশি আক্রান্তের শিকার নেছারাবাদ উপজেলা।
এসএ/দীপ্ত নিউজ