খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষকের বিরুদ্ধে।
রবিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান আবির (৭)। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী এবং আইয়ুব আলী মেম্বার পাড়ার মো. সারোয়ারের ছেলে। তার মুখ থেকে পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত শিক্ষক মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মো. আমিন ইসলাম। তিনি হেফজ বিভাগের হাফেজ। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে নানা অজুহাতে হাফেজ আমিনুল ইসলাম শিশু আবিরকে নির্যাতন করে আসছিলেন। রবিবার বিকালেও তাকে নির্যাতন করেন। এতে আবির বমি করলে অভিযুক্ত শিক্ষক তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনার পরপরই ঐ শিক্ষক পালিয়ে যান।
শিশু আবিরের স্বজনদের অভিযোগ, পড়া নিয়ে মারধরের এক পর্যায়ে আবির অসুস্থ হয়ে বমি করে। তখন তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ ফেলেই হাসপাতাল থেকে পালিয়ে যান ‘আমিন হুজুর’ হিসেবে পরিচিত ওই শিক্ষক।
এ দিকে এসআই সুজন চক্রবর্তী বলেন, মৃত শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ