শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

ঝিনাইদহে বিচারকের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মানববন্ধন

ঝিনাইদহে আদালতের বিচারকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিচারপ্রার্থী আলমগীর হোসেন ও তার স্বজনরা

বিবার (২৭ আগস্ট) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও তার স্বজনরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বিচারপ্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, ভূয়া কাগজপত্র দেখিয়ে তার পিতার ক্রয় সুত্রে পাওয়া জমি একই এলাকার শরিফুল ইসলাম ও তার ওয়ারেশরা অধিগ্রহণের টাকা তুলে নিয়েছে। এ নিয়ে তিনি আদালতে মামলা দিলে সকল কাগজপত্র থাকা স্বত্তেও ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ তৃতীয় আদালতের বিচারক খামখেয়ালীপনাভাবে রায় দিয়েছে। আর তিনি যেন বিচার না পায় সেই ব্যবস্থাও করেছে বিচারক। সঠিক বিচার দাবীর পাশাপাশি অধিগ্রহণের টাকা পাওয়ার দাবী জানান তিনি।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More