বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ইতিহাসে আজকের দিন: (২৭ আগস্ট)

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২৭ আগস্ট, ২০১৭, রবিবার। ১২ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৯ তম (অধিবর্ষে ২৪০ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মমৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২২৭ মুসলমানদের প্রথম নৌ যুদ্ধ সংঘটিত হয়।

১৭৮৯ ফরাসী জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।

১৮৭০ শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।

১৮৮৩ ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।

১৮৮৯ প্রথম বারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।

১৯০০ সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।

১৯১৬ অস্ট্রিয়াহাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।

১৯২৮ প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।

১৯৩২ আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯৫৪ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।

১৯৫৮ সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক৩ উৎক্ষেপণ করে।

১৯৬৭ পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।

১৯৬৯ ইসরায়েলের কমান্ডোরা মিসরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিসরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।

১৯৭১ লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।

১৯৭৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।

১৯৭৭ জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৯৮৮ প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।

১৯৯১ সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৯১ ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

২০০৭ গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

১৭৭০ জার্মান দার্শনিক ভিলহেলম ফ্রেডরিখ হেগেল।

১৯০৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন।

১৯০৮ ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যান।

১৯২২ জহুর হোসেন চৌধুরী, প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক।

১৯২৬ নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড।

১৯৪১ ক্রিস্তফ কিয়েশলফস্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।

১৯৫৯ লরে মরগান, আমেরিকান গায়িকা।

১৯৭৪ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

১৯৭৭ রাউল গনজালেস, স্পানিশ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৯৬৫ সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ে।

১৯৭৬ ভারতের কণ্ঠশিল্পী মুকেশ।

১৯৭৬ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

১৯৭৯ লর্ড মাউন্টব্যাটেন।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More