খুলনায় নিখোঁজের দুইদিন পর ভৈরব নদ থেকে ওয়াং সিয়াও হুয়া(৪৪) নামে এক চীনা প্রকৌশলীর ভাসমান মরদেহ উদ্ধারকরেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সকালে খালিশপুর চরেরহাট এলাকার একটি ইটভাটার পাশে ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রকৌশলী চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির লেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
কোম্পানির দোভাষী তুহিন বলেন, ২৪ আগস্ট সন্ধ্যায় ওয়াং সিয়াও হুয়া চুল কাটার উদ্দেশ্যে বাহিরে বের হয়। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেনি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি ডায়েরি করা হয়। আজ (শনিবার) সকালে আমরা কয়েকজন নৌকা ভাড়া করে খোঁজা শুরু করি। ভৈরব নদের কিছুদূর যেতেই দেখি নদীতে ভাসছিল এক ব্যক্তির লাশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দেখতে পাই তিনি ওয়াং সিয়াও হুয়া।
খালিশপুর থানার ওসি মনিরুল গিয়াস বলেন, চীনা প্রকৌশলী সন্ধ্যায় চুল কাটানোর উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হয়ে আর ফেরেননি। এ বিষয়ে তার নিয়োগকারী সংস্থা থানডং সাংলং সাংহুই ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে ২৫ আগস্ট দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করে।
খুলনা পিবিআই পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে এখানে আমরা এসেছি। বিষয়টি আমরা তদন্ত করছি।
খুলনা পিবিআই’র এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, আমরা যতটুকু সংবাদ পেয়েছি কোম্পানি থেকে বের হওয়ার সুযোগ খুব কম ছিল। কোন কিছুর প্রয়োজন হলে এখানে দোভাষী আছে তার মাধ্যমে আনা হতো। দোভাষিক তথ্য মতে তিনি খুব শান্ত স্বভাবের ব্যক্তি ছিলেন। তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকতেন।
তিনি আরও বলেন, এটি কোন নিছক দূর্ঘটনা, নাকি কেউ এর সাথে সম্পৃক্ত থাকতে পারে সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত জানাতে পারবো।
এসএ/দীপ্ত নিউজ