নীলফামারীর সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন ও বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মো. মুশফিকুর রহমান।
সভায় শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পিপিপি কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন সৈয়দপুরে ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন ও বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়।
স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য নির্বাচিত সম্ভাব্য স্থান ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
সভায় জানানো হয়, বিগত ২০১২ সালে পাবলিক প্রাইভেট পার্টনার কর্তৃপক্ষ সৈয়দপুর ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি পেয়েছে। ২০১৩ সালে ১৪ আগস্ট নীতিগত অনুমোদন হয় প্রকল্পটির। প্রকল্পের কার্যপরিচালনা উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োজিত হয়েছে সিনার্জি কনসাল্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং ফিনান্সিয়াল এ্যাডভাইজার সার্ভিস, ইএননি। আর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
২০২২ সালের ২৭ জুন চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রকল্পের কাজে নিয়োজিত কার্যসম্পাদন উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক খসড়া সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিল করা হয়েছে ইতোমধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৯ জুনে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশন প্রদান করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে ও সৈয়দপুর নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সঞ্চালনায় আলোচনায় পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবুল বাসার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের প্রতিনিধি গোলাম মোস্তফা, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিল্পপতি, ব্যবসায়ী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ