ফেনীর দাগনভূঞা বেকের বাজার এলাকায় অভিনব কায়দায় নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকালে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২৬ আগস্ট) দুপুরে প্রতারণার মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পুলিশ একটি নকল স্বর্ণের বার ও সিএনজি অটোরিক্সা জব্দ করেছে।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন, নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের ইমন আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২), বেগমগঞ্জ থানার জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ মিলন (৩২) ও চট্টগ্রাম সন্দীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের ইলিয়াস সওদাগর মেয়ে রাশেদা আক্তার (২৭)।
দাগনভূঞা থানার এসআই রাসেল মিয়া জানান, শুক্রবার রাতে প্রতারকদের ধরতে পুলিশ ছদ্মবেশে ফাঁদ পেতে হাতে নাতে প্রতারকদের গ্রেফতার করে নকল স্বর্ণের বারটি উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে প্রতারকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ